
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ এএম
সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবদলের আলটিমেটাম

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:০৬ পিএম

সিলেটে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। তাদের মিছিলের প্রতিবাদে পালটা বিক্ষোভ করেছে যুবদল। ২৪ ঘণ্টার মধ্যে মিছিলকারীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে তারা।
নগরীর নাইরপুল এলাকায় রোববার ভোরে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের ব্যানারে লেখা ছিল- ‘ইউনূস হটাও দেশ বাঁচাও’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
কয়েক মিনিটের এই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে রোববার রাত ১০টার দিকে একই স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সিলেট যুবদল। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার খান।
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন- মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল খান পাপলু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান ফুরুক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ সাকি, জেলা ছাত্র দলের সহসভাপতি আবুল কালাম, মহানগর যুবদল নেতা শামসুজ্জামান বাদল, তোফায়েল আহমদ, বি ডি সুমন, এস আর সাজু, আরিফ আহমেদ, সোহেল আহমেদ, মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, সোহেল আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমেদ সাগর, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ভুইয়া, ছাত্রনেতা করিম আহমদ, ছাত্রনেতা আরমান আহমেদ, স্বপন আহমেদ, ছাত্রনেতা আসফাক আহমেদ প্রমুখ।
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ শিপন বলেন, মিছিলকারী ছাত্রলীগ কর্মীদের শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন।