
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ষড়যন্ত্র হচ্ছে: নুর

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার বরিশাল প্রেস ক্লাবে তিনি এ দাবি করেন।
নুর বলেন, ‘গত কয়েকদিনের ঘটনাগুলো দেখে বুঝা যাচ্ছে, সেনাবাহিনীকে জনগণের
মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন
এখন সময়ের দাবি।’
তিনি আরও বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা যখন
সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলে তখন জনগণের মাঝে
উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। আমরা জানতে পেরেছি, ছাত্র নেতারাই সেনা প্রধানের সঙ্গে
মিটিং করতে সেনা সদরে গিয়েছিল। ছাত্রদের সেনা প্রধান ডাকেনি। গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর
বড় ভূমিকা ছিল, তা ভুলে গেলে চলবে না।’