
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ এএম
দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে ভাঙচুর

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:০০ পিএম
-67dede9f039f8.jpg)
আরও পড়ুন
দাওয়াত না দেওয়ায় আশুলিয়া থানাধীন পাবনারটেক রুপায়ন মাঠে আয়োজিত থানা যুবদল নেতা জহিরুল ইসলামের ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী ও ঢাকা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর মন্ডলের সমর্থকরা এ হামলায় অংশ নিয়ে অতিথিদের জন্য তৈরি খাবারও তছনছ করে ফেলে।
শনিবারের এ মাহফিলে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। ইফতার পার্টির আয়োজক যুবদল নেতা এবং হামলাকারী সবাই সালাউদ্দিন বাবুর সমর্থক।
আয়োজক জহিরুল ইসলাম জানান, বিকালে তার আয়েজিত অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তারা দলবল নিয়ে ইফতার মাহফিলের স্থানে হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানা বিএনপির সহ-সভাপতি পেয়ার আলীকে ইফতার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার কারণে তার লোকজন কর্তৃক প্যান্ডেল ভাঙচুর করা হয়। এ সময় প্রায় দুই হাজার লোকের খাবারও নষ্ট করা হয়। পরে আর ইফতার মাহফিল অনুষ্ঠান হয়নি।