
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ এএম
ছাত্রদল নেতার বাড়িতে মিলল গুলিসহ আগ্নেয়াস্ত্র

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:১১ পিএম

আরও পড়ুন
ফেনীর দাগনভূঞায় ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদের বসতঘর থেকে এ আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যম কর্মীদের অভিযান শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর দাগনভূঞা অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক কারবারিদের গ্রেফতারের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে এমন খবরে দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশরাফুল হাসান জাবেদের ঘরে অভিযান পরিচালনা করি। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট ও বসত ঘরের ছাদ থেকে একটি দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
এছাড়া দেশীয় ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরমাঞ্জাদি পাওয়া যায়। অভিযান পরিচালনার আগে তিনি সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায়।
এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জোনের উপ-পরিচালক সোমেন মন্ডল, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।
জাবেদের মা জানান, আমাদের ঘরে কি পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। যে ছুরিগুলো ওরা নিছে সেগুলো কোরবানির গরুর চামড়া উঠানোর ছুরি।
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, জাবেদের বাড়ি থেকে যে দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।
এর আগে দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নে অভিযান পরিচালনা করে উপজেলার বেকেরবাজারের নৈশ প্রহরী নুরুজ্জামানকে (৪৫) মাদক সেবন অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় নুরুজ্জামানকে ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।