
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ এএম
মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:০২ পিএম

আরও পড়ুন
শেরপুরের সদর উপজেলায় মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার রাতে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মুসলিম (৩০)। তিনি ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের
সহিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে শেরপুর
থেকে বাজিতখিলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। যানটি বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত
দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সময় অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে
মুসলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মুসলিম মারা যান।
সদর থানার ওসি জোবায়দুল আলম বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু
কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’