
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
গৃহবধূকে গোয়ালঘরে বেঁধে ডাকাতি

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোয়ালঘরে গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাজারি বাড়ি এলাকার আসাদ ব্যাপারীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গৃহবধূর শাশুড়ি পাশের বাড়িতে তারাবির নামাজ পড়তে যান। শ্বশুর ও স্বামী নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলে যান। এ সুযোগে আগেই ওতপেতে থাকা ডাকাতদ ল বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে অস্ত্রের মুখে গোয়াল ঘরে নিয়ে চেতনানশক দিয়ে অজ্ঞান করে বেঁধে রেখে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ঘরের আলমারি থেকে পাঁচ ভরির অধিক স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এদিকে পাশের বাড়িতে নামাজ শেষ করে এসে শাশুড়ি পুত্রবধূকে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি বাড়ির পেছনের গেট দিয়ে প্রবেশ করে দেখেন তার পুত্রবধূকে গোয়াল ঘরে বেঁধে রাখা হয়েছে এবং অচেতন অবস্থায় আছে। তখন তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তার পুত্রবধূকে উদ্ধার করে নিয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।
এমন চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।