
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম
ফ্যাসিবাদের দোসররা বিএনপিতে প্রবেশ করতে পারবে না: হাসান সরকার

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

আরও পড়ুন
ফ্যাসিবাদের দোসররা বিএনপিতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারির স্থান বিএনপিতে হবে না। কেউ এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকালে টঙ্গীর মিলগেট এলাকায় ৫৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে ইফতার করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। মনে রাখতে হবে এ দেশ কারো পৈতৃক সম্পত্তি না। এ দেশের মালিক জনগণ। সুতরাং জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি, পারবেও না।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাসক বসির উদ্দিন, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির প্রচার সম্পাদক জামাল উদ্দিন, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, যুবদল নেতা আব্দুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, ইসমাইল হোসেন জনি প্রমুখ।