Logo
Logo
×

সারাদেশ

টিসিবির পণ্য নিয়ে হট্টগোল, খালি হাতে ফিরলেন মানুষ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:০৯ এএম

টিসিবির পণ্য নিয়ে হট্টগোল, খালি হাতে ফিরলেন মানুষ

টিসিবির পণ্যের জন্য বিকাল থেকে লাইনে। এর মধ্যে ইফতারের সময়ও চলে আসে। কম দামে পণ্যের আশায় অনেকে ইফতারের সময়ও লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ঘটল বিধিবাম। স্মার্টকার্ড ইস্যুতে পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে শতাধিক নারী-পুরুষকে। বৃহস্পতিবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কেরোয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। স্মার্টকার্ডধারী এক হাজার পরিবারকে পণ্য দেওয়া হবে। কিন্তু পণ্য কেনার জন্য কার্ডছাড়া অনেকেই লাইনে দাঁড়ায়। নিয়ম না থাকায় সংশ্লিষ্ট ডিলার শুধুমাত্র স্মার্টকার্ডধারী ব্যক্তিদের কাছেই পণ্য বিক্রি করতে পেরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য কিনতে কার্ড ছাড়াই তিন শতাধিক নারী-পুরুষ ভিড় করে। অনেকে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলেন। লাইনে দাঁড়িয়ে অনেকে ইফতার করে রোজা ভেঙেছেন। কিন্তু স্মার্টকার্ড ছাড়া পণ্য দেওয়া হবে না বলে জানিয়ে দেয় পরিবেশক। এতে অপেক্ষায় থাকা নারী-পুরুষ ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে তারা হট্টগোল শুরু করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে বুঝিয়ে শান্ত করে। পরে খালি হাতেই বাড়ি ফিরতে হয় স্বল্প আয়ের মানুষগুলোকে।

টিসিবির পরিবেশক (ডিলার) মেসার্স দারোগা এন্টারপ্রাইজের মালিক মো. নাছির বলেন, কেরোয়া ইউনিয়নে স্মার্ট কার্ডধারী এক হাজার ১৭টি পরিবারের জন্য পণ্য বরাদ্দ ছিল। যারা কার্ড নিয়ে আসতে পেরেছে, তাদের কাছে পণ্য বিক্রি করতে পেরেছি। দুপুর থেকেই লাইনে থাকা লোকজনকে বলে দেওয়া হয়েছে, স্মার্ট কার্ড ছাড়া পণ্য বিক্রি করা হবে না। কিন্তু কেউ কথা শোনেনি। অনেকেই না বুঝে তাদের জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড নিয়ে এসেছে। কিন্তু নির্দিষ্ট কার্ড ছাড়া পণ্য বিক্রি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘এক হাজার ১৭ পরিবারের জন্য পণ্য নিয়ে আসলেও মাত্র ৪৭০ জনের কাছে পণ্য বিক্রি করতে পেরেছি। বাকি পণ্য থেকে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করা সম্ভব হয়নি। একপর্যায়ে অপেক্ষমান লোকজন পণ্যের জন্য ঝামেলা সৃষ্টি করে।’ 

লক্ষ্মীপুর টিসিবি স্মার্টকার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম