
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:০৩ এএম
অবরুদ্ধ করে বেতন-বোনাস নিশ্চিত করলেন রসিক কর্মকর্তারা

রংপুর ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম
-67dc4a8ba4ef0.jpg)
আরও পড়ুন
বেতন-বোনাসের দাবিতে প্রধান ফটক বন্ধ করে প্রধান নির্বাহী ও হিসাবরক্ষণ দপ্তর অবরুদ্ধ করে সিটি করপোরেশনের (রসিক) কর্মচারীরা। এ অবস্থায় প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় অফিসের সব সেবা কার্যক্রম বন্ধ ছিল।
বৃহস্পতিবার বেলা ১১টায় সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে দেন কর্মচারীরা। এর আগে সব কার্যক্রম থেকে বিরত থাকেন তারা।
তাদের দাবি, সব কর্মচারীদের বেতন-ভাতাসহ ঈদ বোনাস দিতে হবে। এই দাবিতে তারা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতেমা এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ২৩ তারিখের মধ্যে মার্চ মাসের বেতনসহ বোনাস দেওয়ার নির্দেশ দিলেও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক তা দিচ্ছেন না। ঈদের আগে বেতন বোনাস না পেলে পরিবার পরিজন নিয়ে তারা কোথায় যাবেন। এ কারণে বেতন বোনাস দেওয়ার দাবিতেই তাদের এই আন্দোলন। দাবি আদায় না হওযা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওযার ঘোষণা দেন তারা।
এদিকে কর্মচারীরা কাজে না ফেরায় সকাল থেকে সব নাগরিক সেবা বন্ধ থাকে। ফলে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ বিপাকে পড়েন। বিশেষ করে বিভিন্ন টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকায় শিশু সন্তান নিয়ে এসে বিপাকে পড়েছেন অভিভাবকরা। পরে বেলা ৩টায় সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বেতন বোনাসের ফাইলে সই করেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনে অংশগ্রহণকারী বাজার সহকারী সুজাউদ্দৌলা জানান, বিগত বছরগুলোতে তারা বেতনের সঙ্গে বোনাস পেয়ে আসছিলেন। বিভাগীয় কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্মচারীদের বিভিন্নভাবে হেনস্তা করছেন। সরকার নির্দেশ দিলেও মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস দিতে তিনি টালবাহনা করছিলেন। অবশেষে আমরা আন্দোলনে নামার পর বিকাল ৩টায় তিনি বেতন-বোনাসের ফাইলে সই করেন।
ফেরদৌসি নামের এক মাস্টাররোলের কর্মচারী বলেন, আমরা মুসলিম। আমাদের মুসলিম দেশ। অথচ আমাদের বেতন পবিত্র ঈদের আগে বেতন-ভাতা ও বোনাসের জন্য আন্দোলন করতে হলো এটা খুব দুঃখের। আমরা প্রায় হাজার খানেক মাস্টার ও ডেইলি পেমেন্ট কর্মচারী আছি।
সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম জানান, আগামী রোববার থেকে তারা বেতন বোনাস পেয়ে যাবেন।