দেশি কাপড়কে বিদেশি ট্যাগ
চট্টগ্রামে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৪১ এএম

দেশি কাপড়কে বিদেশি বলে ট্যাগ লাগিয়ে বিক্রি করায় টেরিবাজারের মেগামার্ট নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার নগরীর টেরিবাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্যাহ।
ফয়েজ উল্যাহ জানান, প্রতিষ্ঠানটি দেশি কাপড়কে মেড ইন ইন্ডিয়া ও মেড ইন পাকিস্তান বলে বিক্রি করছে। পণ্যগুলো যে বিদেশ থেকে আমদানি করা হয়েছে দাবি করলেও কোনো কাগজ দেখাতে পারেনি। যখন আমরা কাপড় চেক করছিলাম তখন তারা আমাদের জানিয়েছে সেগুলো বিদেশি। পরে আমরা ডকুমেন্ট চাইলে তারা সেটা দিতে পারেনি। এরপর তারা স্বীকার করে যে, সেগুলো দেশে তৈরি পণ্য। তাদের আমরা নির্দেশনা দিয়েছি যাতে কাপড়ের ওপর মেইড ইন বাংলাদেশ লেখা থাকে। অনুমোদিত নয় এমন কিছু কসমেটিকস পেয়েছি। আর কিছু বিদেশি কসমেটিকস পেয়েছি। এগুলো তারা অনেক দামে বিক্রি করছেন। কিন্তু কসমেটিকসের গায়ে আমদানিকারকের নাম নেই। আমাদের মনে হচ্ছে, কসমেটিকগুলো ভুয়া ও ভেজাল। আমরা মেগা মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছি এবং তাদের সতর্ক করেছি যাতে এসব পণ্য বিক্রি না করে।