Logo
Logo
×

সারাদেশ

গণপিটুনি দিয়ে শ্রমিককে হত্যা, মামলা প্রত্যাহারে ২য় স্ত্রীর আবেদন

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:০০ পিএম

গণপিটুনি দিয়ে শ্রমিককে হত্যা, মামলা প্রত্যাহারে ২য় স্ত্রীর আবেদন

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগ তুলে আবুল কালাম (৪০) নামে এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার মামলা প্রত্যাহার করতে মামলার বাদী ও নিহতের ২য় স্ত্রী আদালতে আবেদন করেছেন।

এ মামলায় গত ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালত থেকে ১৪ দিনের জামিনে আসেন ৮ আসামি। পরে তারা নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের লক্ষ্মীপুর কারাগারে পাঠান।

আসামিরা হলেন- বামনী ইউপির কাঞ্চনপুর গ্রামের কামাল হোসেন, ফারুক হোসেন, জিসান, হান্নান, বাবলু,  এমরান ও শাকিব।

মামলা তুলে নিতে আদালতে আবেদন করার বিষয়ে জানতে বুধবার দুপুরে ওসি তার অফিসে ডেকে আনেন। ঘটনাটির সত্যতা স্বীকারও করেছেন ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া।

নিহতের দ্বিতীয় স্ত্রী রেহানা বেগম সত্যতা স্বীকার করে বলেন, অটোরিকশার ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে। আমি মামলা করেছি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রধান আসামি মাসুদকে ছেড়ে দিয়েছে পুলিশ, বাকি ৮ আসামি লক্ষ্মীপুর কারাগারে আছেন। আমি মামলা চালাতে পারছি না। আসামিদের অভিভাবকসহ দুজন সাংবাদিক মামলা তুলে নিতে আমাকে চাপসৃষ্টি করছেন। আমি গরিব মানুষ। আমার আল্লাহ ছাড়া কেউ নেই। মামলা চালানোর অর্থ নেই। তাই  মামলা প্রত্যাহারে আদালতে দুবার আবেদন করেছি। আজকে ওসি সাহেব ডেকে এনেছেন, তাকেও বলেছি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাত ৩টায় রায়পুর চরআবাবিল ইউপির হায়দারগঞ্জ বাজারের পাশে একটি বাড়ির ভাড়া বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় কাঞ্চনপুর গ্রামের কয়েকজন যুবক। ৬ জানুয়ারি সকালে স্বামীর খোঁজ করতে বামনী ইউপির কাঞ্চনপুর গ্রামে গিয়ে তাকে একটি বাগানে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত ইটভাটা শ্রমিক আবুল কালাম ওই গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। ঘটনার দিন রাতে নিহতের ২য় স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে ওই গ্রামের কামালসহ ৯ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, গত ৫ জানুয়ারি ব্যাটারি চুরির অপবাদ দিয়ে ইটভাটার নির্মাণ শ্রমিক আবুল কালামকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছিলেন। বর্তমানে ৮ আসামি কারাগারে রয়েছেন। সহসাই মামলার চার্জশিট দেওয়া হবে।

মামলাটি প্রত্যাহারে আদালতে দুটি আবেদন করার বিষয়ে সত্যতা জানতে বাদীকে থানায় ডাকা হয়েছে। বাদী স্বীকার করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম