
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০২:০৯ এএম
নবাবগঞ্জে শিশু ধর্ষণ, শাস্তির দাবিতে বিক্ষোভ

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী সিএনজিচালক নাজিম খানকে (৪৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে গোসলখানায় নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী সিএনজিচালক নাজিম খান। শিশুটিকে কাঁদতে দেখে স্বজনরা বিষয়টি জানতে পারলে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকা মিডিকেল কলেজে হাসপাতালে পাঠান। ডাক্তারের রিপোর্টে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে শিশুর দাদি সকিনা বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।
দুপুরে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দোহার-নবাবগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিল বাগমারা বাজার থেকে বের হয়ে নবাবগঞ্জের চৌরঙ্গী গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় দ্রুত ধর্ষকের ফাঁসির দাবি জানান বক্তারা। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান ছাত্র-জনতা।
নবাবগঞ্জ থানার উপপরির্দশক মামলার আয়ু (এসআই) লুৎফর রহমান বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।