
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ এএম
ভূঞাপুরে রাতের আঁধারে সড়কে ঢালাই, ভিডিও ধারণকারীকে যুবদল নেতার আক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম

আরও পড়ুন
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি করে সড়ক ঢালাইয়ের প্রতিবাদ ও ভিডিও ধারণকারীকে আক্রমণ ও মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাতের আধাঁরে নিম্নমানের উপকরণ দিয়ে গোপনে সড়কে ঢালাইয়ের কাজ করছিল ঠিকাদারের লোকজন। এ সময়ে রেজাউল নামের এক যুবক প্রতিবাদ জানান এবং ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় যুবদল নেতা এসহাকের নেতৃত্বে রেজাউলকে মারধর করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০০ মিটার একটি রাস্তার কাজ করছিলেন গোপালপুর উপজেলার আলমনগর এলাকার ঠিকাদার দুলাল হোসেন। নির্মাণাধীন ওই রাস্তাটি রাতের আঁধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি করে ঢালাই দিচ্ছিলেন ঠিকাদারের লোকজন।
স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে ঠিকাদার পক্ষের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ ওঠেছে, এ সময় ঐ এলাকার যুবদলের সভাপতির এসহাকের নেতৃত্বে সাধারণ সম্পাদক আলীমসহ একদল লোক এলাকাবাসীর ওপর হামলা চালান এবং রেজাউল ইসলাম নামে এক যুবককে মারধর করেন।
রেজাউল বলেন, আমরা ভালো কাজ চাই বলে প্রতিবাদ করেছিলাম। রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং ঢালাইয়ের পরিমাণ কম দিয়ে রাস্তা ঢালাই করছিলেন তারা। আমরা এলাকাবাসী প্রতিবাদ করি এবং আমি ভিডিও করতে গেলে ওয়ার্ড যুবদলের সভাপতি এসহাক ও সম্পাদক আলিম আমাকে আক্রমণ করে, মারধর করে।
এ বিষয়ে অভিযুক্ত এসহাক মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তেমন কিছুই হয়নি। একটু জোরে জোরে কথা কাটাকাটি হইছে তাই ভাবছে মারামারি। আসলে কিছু হয়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, এডিপির অর্থায়নে যে কাজটি হচ্ছে, সেটা যথাযথ হোক এটাই কাম্য। আর রাত্রিবেলায় ঢালাই দেওয়ার কোনো নিয়ম নেই। এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই। এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, আমি সরেজমিন দেখেছি, কিছু নিম্নমানের উপকরণ আছে। সেগুলো সরিয়ে নিতে বলেছি এবং সিডিউল অনুযায়ী কাজ করতে বলেছি। এর অন্যথা হলে বিল বন্ধ করে দেওয়া হবে সেই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকায় দেওয়া হবে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম জরুরি মিটিংয়ে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।