Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে অটোরিকশা চালক নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে অটোরিকশা চালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও সেচ্ছাসেবকদলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে৷ এদের মাঝে চিকিৎসাধীন অবস্থায় হাসিব (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে এই সংর্ঘষ হয়।

নিহত হাসিব চনপাড়া পুনর্বাবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চনপাড়া সেচ্ছাসেবক দল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। বিষয়টি মীমাংসার স্বার্থে যুবদল নেতা শামীম ও সেচ্ছাসেবকদল নেতা করিম এবং রাব্বানীর সাথে বৈঠক হয়। বৈঠনে মীমাংসা না হয়ে উল্টো দুইপক্ষ উত্তেজিত হয়ে উঠে। এ সময় খবর পেয়ে দুই পক্ষের কর্মী সমর্থকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের, বাসার, রাসেল, হাসিব গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয় 

এদের মধ্যে হাসিব সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে চনপাড়া বস্তিতে আসামিদের গ্রেফতারে অভিযান করছে যৌথবাহিনী। সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)  মেহেদী ইসলাম বলেন, আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে নিহতের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম