Logo
Logo
×

সারাদেশ

চুনারুঘাট পৌরসভা বাজারের ইজারা নিয়ে হাইকোর্টে রিট, ৬০ দিনের মধ্যে নিস্পত্তির নির্দেশ

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

চুনারুঘাট পৌরসভা বাজারের ইজারা নিয়ে হাইকোর্টে রিট, ৬০ দিনের মধ্যে নিস্পত্তির নির্দেশ

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার সরকারি সাধারণ বাজার ইজারা নিয়ে হাইকোর্টে রিট করেছেন বর্তমান ইজাদারা নুরুল হক চৌধুরী। রিটের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে এটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি ১৪৩১ বাংলা সনে বাজারে প্রায় পাঁচ মাস ইজারা আদায় বন্ধ ছিল। এতে করে লোকসানের কবলে পড়েন  ইজারাদার নুরুল। ইজারা মূল্য ফেরত পেতে আবেদন করেন তিনি। এতে ব্যর্থ হয়ে তিনি আদালতের দারস্থ হন।

রিট সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার অধীন সরকারি সাধারণ বাজার ৩৩ লাখ ৩৫ হাজার টাকায় ইজারা নেন উপজেলার হাতুন্ডা গ্রামের ব্যবসায়ী নুরুল হক চৌধুরী। দরপত্রের সঙ্গে ১৪ লাখ টাকা পৌরসভা বরাবর জমা দেন তিনি। কিন্তু নানা সংকটের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বাজারের ইজারা আদায় বন্ধ থাকে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চুনারুঘাট পৌরসভায় প্রশাসক নিয়োগ করে কর্তৃপক্ষ। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর পৌরসভার সাধারণ বাজারের ইজারা মূল্যের বাকি ১৯ লাখ ৩৫ হাজার টাকা আদায়ে ইজারাদারকে তাগিদ দেন। বাজার থেকে ইজারা না নিলেও প্রশাসকের নির্দেশমতে ইজারামূল্য পরিশোধ করেন নুরুল। এতে ক্ষতিগ্রস্ত হন তিনি।

লোকসান হয়েছে মর্মে ইজারাদার নুরুল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরে জেলা প্রশাসকের কাছে তাদের আবেদন করে। ওই আবেদনে ইজারার মেয়াদ সাড়ে পাঁচ মাস বাড়ানো কিংবা ইজারার টাকা ফেরতের কথা বলেন তিনি। কিন্তু এতে সাড়া দেয়নি কেউ। পরে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন এ ব্যবসায়ী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম