Logo
Logo
×

সারাদেশ

সাভারে বন্ধুর বিরুদ্ধে বন্ধুকে হত্যার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম

সাভারে বন্ধুর বিরুদ্ধে বন্ধুকে হত্যার অভিযোগ

ঢাকার সাভারে সুলতান হোসেন সাগর (২৪) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, সাগরকে খুন করেছে তারই বন্ধু।

মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর এলাকার সিআরপি ডগরমোরা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাগর সাভার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ বলছে, রাতে ওই ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হত্যাকারীরা। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতের বন্ধু তসলিম উদ্দিন বলেন, ‘সাগরকে কুপানোর একটি কল পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি এক সিকিউরিটি গার্ড তাকে ধরে আছে। সাগরের রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করছে। আমি দ্রুত তাকে এনাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।’

তসলিমের দাবি, ‘বন্ধু শফিকের সঙ্গে সাগরের সমস্যা ছিল। সেই তাকে হত্যা করেছে।’

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েদা পুলিশের (ডিবি) ওসি জালাল উদ্দিন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বন্ধু সাগরকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম