Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার সঙ্গে সব জেলার বাস চলাচল বন্ধ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম

বগুড়ার সঙ্গে সব জেলার বাস চলাচল বন্ধ

বগুড়ায় দুই শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে শহরের সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান জানান, সকাল থেকে বগুড়ার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বগুড়া শহরের স্টেশন রোডে মিতালী ফিলিং স্টেশনের পাশে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশা রাখা হয়। অটোরিকশা চালকরা ওই স্থানটিকে স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করেন। এতে ব্যবসায়ীদের ক্ষতি হলে মঙ্গলবার বিকালে অটোরিকশা রাখতে বাধা দেন। তখন অটোরিকশা চালকরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের খবর দেন।

মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে গিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এ সময় নারিকেল ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে। এতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের বিরোধ থামাতে গিয়ে দুই মোটর শ্রমিক নেতা আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহ রতন নামে এক নারিকেল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।’

এদিকে দুই শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে শ্রমিকরা বুধবার সকাল ৮টার দিকে প্রথমে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। এরপর বগুড়া থেকে চলাচলকারী সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এ বিষয়ে বক্তব্য নিতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর মোবাইলে ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান বলেন, ‘বগুড়া থেকে চলাচলকারী সকল রুটের বাস চলাচল বন্ধ থাকলেও জেলা দিয়ে চলাচলকারী অন্য জেলার বাস চলাচল করছে। মোটর শ্রমিক ইউনিয়নে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম