কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ২ দিনেও মেলেনি সন্ধান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৯ এএম
-67d9f89602abe.jpg)
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের দুইদিন পরও উদ্ধার হয়নি। সোমবার বেলা ১২টার দিকে কর্ণফুলী নদীর কোদালা অংশে সে নিখোঁজ হয়।
নিখোঁজ ছাত্রের নাম মোহাম্মদ সাকিল (১৩)। সে উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাইখালী সুলতানিয়া মাদ্রাসার ছাত্র।
নিখোঁজের স্বজন আবদুর রহমান জানান, সোমবার বেলা ১২টায় এক বন্ধুর সঙ্গে গোসল করতে নেমেছিল সাকিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর দুইদিনেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান জানান, আগ্রাবাদ থেকে ডুবুরি এনে প্রথমদিন সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। ভাটার সময় সে ডুবেছিল, তখন নদীতেও প্রচুর স্রোত ছিল। ২৪ ঘণ্টার মধ্যে ভেসে উঠার কথা। হয়ত কোথাও আটকে রয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।