Logo
Logo
×

সারাদেশ

তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে পড়ে নিহত ২

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:২৯ এএম

তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে পড়ে নিহত ২

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক্টর উল্টে খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক যুবক। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু বলেন, কৃষি জমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিকেলে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্য দিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম