Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর)প্রতিনিধি:

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:২২ এএম

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের নাম সিয়াম (১৮)। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভাটিরা গ্রামের মুজাহিদের ছেলে। সিয়াম রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বড় বোনের বাসায় বেরাতে আসে সিয়াম। পরে রাত সাড়ে আটটার দিকে বাসা থেকে নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়। এ সময় বৌ-বাজার এলাকার রেলক্রসিং পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সিয়ামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারে হাসপাতাল থেকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর পাঠানো হয়। খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে সিয়ামের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম