রামগতি যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল গ্রেফতার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:৫৯ এএম
-67d9ecbc14b83.jpg)
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন হেলালকে রাজধানীর মিরপুর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর নিজ বাসা থেকে তাকে আটক করে মেট্রোপলিটন পুলিশের একটি দল।
জানা যায়, হেলাল প্রায় একযুগেরও বেশি সময় ধরে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্যও ছিলেন তিনি।
জুলাই বিপ্লব আন্দোলন পরবর্তী তিনি এলাকা ছেড়ে রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, আটকের খবর পেয়ে এখান থেকে পুলিশের একটি টিম রওয়ানা হয়েছে তাকে আনার জন্য। রাতেই থানায় এসে পৌঁছাবে বলে ধারণা করছেন তিনি।