
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০২:০৯ এএম
বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৪২ পিএম

আরও পড়ুন
বাংলাদেশি এক জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় জলসীমার ৭শ গজ অভ্যন্তরে প্রবেশ করলে নৌকা ও জালসহ তাকে আটক করে বিএসএফ।
মঙ্গলবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেন।
বাংলাদেশি ওই জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাসানপুর রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে আলমগীর শেখ (২৭)।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে রঘুনাথপুর সীমান্তে আর্ন্তজাতিক সীমান্ত পিলার এলাকার ৭/৯-এস-এর কাছ দিয়ে আলমগীর শেখ একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় আনুমানিক ৭শ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের নিয়মিত ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফের আলোচনা করেন।
মঙ্গলবার দুপুরে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলে আলমগীর শেখকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান জানান, বিএসএফের কাছে আটক বাংলাদেশি জেলেকে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছি। পাশাপাশি বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ মাদক ও চোরাচালানকৃত মালামাল এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশি জেলে আলমগীর শেখকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।