Logo
Logo
×

সারাদেশ

আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম

আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ঋণগ্রহীতার ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

এ ঘটনায় নিহত যুবকের ভাই মোহাম্মদ বাবুল বলেন, তার ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছেন। এ নিয়ে গতরাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। এ সময় আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মানিকের মৃত্যু হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রাসেল ও অপর এক যুবকের হাতে মাদক ব্যবসায়ী মানিক (৩২) ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টায় মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম