গল্প শোনানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল এ্যাড়েন্ডবাড়ি ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে গল্প শোনানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত বৃদ্ধ বিশা শেখ নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রামবাসী ও স্কুলছাত্রীর স্বজনরা জানান, ফুলছড়ি উপজেলার এ্যাড়েন্ডবাড়ি হরিচন্ডি গ্রামের বাসিন্দা বৃদ্ধ বিশা শেখ ওই শিশুকে গল্প শোনানোর কথা বলে ভুট্টাখেতে ডেকে নিয়ে যায়। সেখানে বিশা শেখ মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। মেয়েটি তার হাত থেকে মুক্তি পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বাবা মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত ধর্ষক বৃদ্ধকে আটক করে ফুলছড়ি থানায় খবর দেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ধর্ষক বিশা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনাটি তিনিও শুনেছেন। অভিযুক্ত ধর্ষক বিশা শেখকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।