Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ, বন্ধু আহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ, বন্ধু আহত

পাঁচ দিনের ব্যবধানে বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হন। এ সময় গুরুতর আহত তাদের আরেক বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম এ তথ্য জানান।

নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আবদুল হাইয়ের ছেলে, শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও একই এলাকার সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হৃদয় সরকার (২০)। 

গুরুতর আহত একই এলাকার শাহিন সরকারের ছেলে মোটরসাইকেলচালক সাগর ইসলামকে (১৮) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ, হৃদয় ও সাগর নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলতে সোমবার সকালে মোটরসাইকেলে মির্জাপুর ইউনিয়ন পরিষদে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে রাজাপুর এলাকায় মহাসড়কে পৌঁছালে বগুড়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনবন্ধু মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শুভ ও হৃদয়ের মৃত্যু হয়। গুরুতর আহত সাগরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শেরপুর থানায় দুর্ঘটনাজনিত অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম