চিকিৎসার নামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম

নেত্রকোনায় চিকিৎসার কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে কথিত মানবসেবক ও কবিরাজ আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সোমবার ভোররাতে নেত্রকোনা পৌরসভার নেওয়াজনগর ভাড়াটিয়া বাসা হতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
অভিযুক্ত আব্দুল হামিদ (৬৫) জেলার কেন্দুয়া উপজেলার ধলপারামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী (১৬) মেয়েটিকে কবিরাজি চিকিৎসার কথা বলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। জয়নগর হাসপাতালের সামনে থাকা নবাবী রেস্টুরেন্টের পাশে জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত ঘরটিতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মাকে বিস্তারিত জানায়।
মেয়েকে আরও জিজ্ঞাসাবাদে তার মা জানতে পারেন, এ ঘটনার পূর্বেও কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।