Logo
Logo
×

সারাদেশ

সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের ২ নেতাসহ গ্রেফতার ৪ জন কারাগারে

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম

সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের ২ নেতাসহ গ্রেফতার ৪ জন কারাগারে

যশোরের ঝিকরগাছায় গণধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলি আদালতে সোপর্দ করা হয়।

আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামিদের কারাগারে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোখসানা খাতুন।

রোববার ঝিকরগাছার পটুয়াপাড়া গ্রামের একটি লিচুবাগানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চারজনকে গ্রেফতার করা হয়। ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতিত তরুণীকে উদ্ধার করেছে। রোববার রাতে এ ঘটনায় মামলা মামলা করে ওই তরুণী।

এদিকে যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে জড়িতদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তারা বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই, খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশের আশায় এ দেশের ছাত্রসমাজ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। আন্দোলনে বিজয় অর্জন করলেও আমরা দেখলাম সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু, গৃহবধূসহ কোনো নারীই রেহায় পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশ দেখার জন্য তো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি।

বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা প্রমুখ বক্তব্য রাখেন।

রোববার বিকালে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে ভুক্তভোগী ওই তরুণী ধর্ষণের শিকার হন। ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করেছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে।

অভিযুক্তরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম