মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে সিংড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
সাকিবুল উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে
জানা গেছে। সাকিবুলের বোন উম্মে আমারা ইসলাম সুখি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ সংসদের
ছাত্রলীগের জিএস পদে ছিলেন।
এ ঘটনায় উম্মে আমারা ইসলাম সুখি জড়িত থাকলেও তাকে এখনও আটক করতে পারেনি
পুলিশ।
এদিকে মহানবী (সা.)-এর কটুক্তির উস্কানিদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের
আলটিমেটাম দিয়েছেন আলেম সমাজসহ ইসলামী সংগঠনগুলো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেসবুকে একটি রাজনৈতিক পোস্টের
কমেন্ট সেকশনে মন্তব্য করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ওই
যুবক। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে যুবক ও তার বোনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
উঠে।
বিষয়টি নিয়ে থানায় সামনে, ছাত্রদল, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাসহ স্থানীয় জনতা উপস্থিত হয়ে বিচার দাবি করে। পরে পুলিশ ওই যুবককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সিংড়া শাখার সভাপতি মাওলানা আকরাম
হোসেন বলেন, ‘গত শুক্রবার একটি ফেসবুক স্ট্যাটাসে মহানবী (সা.)-কে গালিগালাজসহ জঙ্গি
বলে কটূক্তি করে ইসলাম বিরোধী কথাবার্তা বলে কমেন্ট করে সাকিবুল। আর সেই কমেন্টে তার
বোন সুখিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা লাইক ও শেয়ার করে।’
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ‘অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষী উক্তিকে শেয়ার ও কমেন্টের মাধ্যমে প্রচারে সহযোগিতা করেছে সকলকে আইনে আওতায় আনা হবে।’