মানিকগঞ্জের ডিসির হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা চেয়ে মেসেজ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের সরকারি নম্বর ০১৭১৩৩৫৩৩০০ হোয়াটসঅ্যাপ থেকে হঠাৎ সকাল ১১টার দিকে বিভিন্ন লোকজনের কাছ থেকে ১৫ হাজার টাকা চেয়ে মোবাইলে পার্সোনাল নম্বর দিয়ে মেসেজ দেওয়া হয়।
বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে জেলা প্রশাসক নিজে সোস্যাল মিডিয়ায় বক্তব্যের মাধ্যমে নম্বর হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেউ যেন টাকা না দেয় সে ব্যাপারে সর্তক করে দেন।