Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:৩৯ পিএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

সাভারের আশুলিয়ার আউকপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার বিকালের এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে চার বছরের ওই শিশুর নিজের ঘরে ছিল। সে সময় তার মা-বাবা বাসায় ছিল না। এ সুযোগে প্রতিবেশী মিলন শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা মিলনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পরে পুলিশ এসে মিলনকে আটক করে নিয়ে যায়।

মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

আশুলিয়ার থানার পরিদর্শক (তদন্ত) হেলাল বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তারা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম