Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে অবরুদ্ধ করল জনতা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:৩৭ পিএম

ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে অবরুদ্ধ করল জনতা

দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েক শতাধিক মানুষ। রোববার রাতে নদী বন্দরের সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে সেনা সদস্যরা সেখানে পৌঁছালে পরিস্থিতি সামাল দিয়ে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

ওসি বলেন, ‘পুলিশ ও সেনার সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা ওই ব্যবসায়কে মারধর করে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম