Logo
Logo
×

সারাদেশ

গলায় দড়ি বেঁধে অত্যাচার

বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:৫২ এএম

বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ

সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় কৃষকরা। নির্যাতনের শিকার ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরইল গ্রামের মোতালেব শেখের ছেলে।

এর আগে শনিবার বিকালে স্বরূপপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। রাতেই বাংলাদেশিকে নির্যাতন করে বিএসএফ। 

নির্যাতনের শিকার ফারুক জানান, শনিবার রাতে ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় বিএসএফ তাকে আটক করে। আটকের পর বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে মৃত ভেবে সীমান্তের দিকে ছুড়ে ফেলে দেয়। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, কৃষকরা মাঠে গেলে আহত অবস্থায় ওই যুবককে দেখতে পান। তারা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ওই হাসপাতাল থেকে নিয়ে যান। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি নির্যাতনের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকা ও বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম