Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যানজটে চরম দুর্ভোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর ও টঙ্গী পূর্ব প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:৩৫ এএম

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যানজটে চরম দুর্ভোগ

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকার লুমেন টেক্সটাইলের শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে, গাজীপুরের টঙ্গীতে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।  

রোববার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত লুমেন টেক্সটাইলের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ প্রতি মাসেই বেতন দিতে দেরি করে। আমরা বলেছিলাম যেহেতু রমজান মাস এজন্য এই মাসে আগে বেতনটা দিতে। আজ (রোববার) বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু পরে বেতন দেয়নি। এজন্য আমরা মহাসড়ক অবরোধ করেছি। 

বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 

সার্বিক বিষয়ে জানতে লুমেন টেক্সটাইলের ভেতরে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। 

এদিকে, রোববার সকালে টঙ্গীর এমটারনেট গ্র“পের দুটি অঙ্গপ্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো ম্যানুফ্যাকচারার লিমিটেড কারখানায় নোটিশ ঝুলিয়ে বন্ধ ঘোষণা করা হয়। এতে সকাল থেকে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবার কারখানার ভেতরে শ্রমিকরা নানা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করে।

কারখানা দুটির শ্রমিকরা তাদের অর্জিত বাৎসরিক ছুটির টাকা, ২৫ মার্চ ঈদ বোনাস, যে সব শ্রমিক এক বছর ধরে চাকরি করছেন তাদের চলতি মার্চ মাসের অগ্রিম অর্ধেক বেতন ও যে সব শ্রমিকের চাকুরির মেয়াদ এক বছরের কম তাদের বেতন চলতি মার্চ মাসের ২৯ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানায়। এর পরেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল, গাজীপুর শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে রোববার কারখানা দুটির শ্রমিকরা কাজে যোগ দেয়নি।

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, সোমবার থেকে কারখানা চালু থাকবে। শ্রমিকরা কাজে যোগ দেবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম