
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ১১:১৯ এএম
শিক্ষিকাকে শ্লীলতাহানি, আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম
-67d700a0d973c.jpg)
বগুড়ার ধুনটে এক স্কুলশিক্ষিকার দায়ের করা শ্লীলতাহানি ও মারপিটের মামলায় নুরুল ইসলাম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানা পুলিশ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, গ্রেফতার নুরুল ইসলাম ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। নুরুল ইসলাম বেলকুচি গ্রামের এক স্কুলশিক্ষিকাকে প্রায়ই অশ্লীল ভাষায় গালাগালিসহ উত্ত্যক্ত করে আসছিলেন।
গত ৫ মার্চ রাত ১০টার দিকে ওই শিক্ষিকা ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নুরুল ইসলাম তার পথরোধ করে অশ্লীলভাষায় গালাগালি করতে থাকেন। এ সময় ওই শিক্ষিকা গালাগালি করতে নিষেধ করলে নুরুল ইসলাম তাকে মারপিটসহ শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় ১০ মার্চ ওই শিক্ষিকা বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, রোববার সকালে গ্রাম থেকে আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।