Logo
Logo
×

সারাদেশ

ধারের টাকা আদায়ে বাইগুনী গ্রামে অভিনব উদ্যোগ

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

ধারের টাকা আদায়ে বাইগুনী গ্রামে অভিনব উদ্যোগ

জয়পুরহাটের কালাইয়ের তালোড়া বাইগুনী গ্রামের লুৎফর রহমানের ছেলে মো.আনোয়ার হোসেন ধারের টাকা আদায়ে ব্যতিক্রমী পন্থা বেছে নিয়েছেন।

সামাজিক লজ্জা ও বিব্রতকর পরিস্থিতি এড়াতে উদ্যোগ গ্রহণ করেছেন হালখাতার। যার মাধ্যমে তিনি তার কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত চেয়ে বিনয়ের সঙ্গে সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে মো.আনোয়ার হোসেন তার আত্মীয়-স্বজন, বন্ধু ও বান্ধবের উদ্দেশ্যে একটি হালখাতার চিঠি দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন,বিগত কয়েক মাস বা বছর আগে আপনারা আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ধারে টাকা নিয়েছেন। কিন্তু সে টাকা সময়মত আমাকে ফেরত দেননি বা দেওয়ার চেষ্টাও করেননি। তবে আমার পারিবারিক প্রয়োজনে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমি নিরুপায় হয়ে আমার পাওনা টাকা আদায়ের জন্য আগামী ২১ মার্চ শুক্রবার হালখাতার আয়োজন করেছি।  অতএব, আমার সমস্যার কথা চিন্তা করে যথা সময়ে সমুদয় টাকা পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 

এই হালখাতার মাধ্যমে তিনি সবার কাছে প্রাপ্য টাকা ফেরত চেয়েছেন। 

এ প্রসঙ্গে আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে বিভিন্ন সময়ে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবরা বিপদে পড়লে টাকা ধার নিতে আসত। সে তার সাধ্যমতো তাদের  টাকা ধার দিত। ধার দেওয়া টাকা নিজের প্রয়োজনে চাইতে গেলে না দেওয়ার জন্য বিভিন্ন টালবাহনা করে। এ কারণে তিনি হালখাতার আয়োজন করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম