
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে মাটি ভরাট করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। সংশ্লিষ্টরা বলছেন, রাতের আঁধারে স্থানীয় এক প্রভাবশালী মহল বালু দিয়ে জায়গাটি ভরাট করছে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, বাধা দিয়েও মাটি ভরাট থামাতে পারছে না তারা।
মাটি ভরাটের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বলছে, স্কুলের প্রধান শিক্ষকের মৌখিক অনুমতি
নিয়ে এমনটা করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন
ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। সম্প্রতি স্কুলের সামনের জায়গাটি দখলের চেষ্টা করছে
স্থানীয় প্রভাবশালী বোরহান বেপারী। রাতের আঁধারে স্কুলের জায়গা দখল করে বালু দিয়ে
ভরাট করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে বোরহান বেপারী বলেন, ‘বিদ্যালয়ের সঙ্গে ও রাস্তার পাশে
অনেক সরকারি জায়গা রয়েছে। আমি বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিকভাবে
অনুমতি নিয়েছি। তাই আমি জায়গাটি ভরাট করে দোকানঘর নির্মাণ করব। এখানে দোকান হলে শিক্ষক-শিক্ষিকাসহ
শিক্ষার্থীরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। তাদের সুবিধা হবে।’
এ বিষয়ে আব্দুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘আমি কয়েকবার বোরহান বেপারীকে মাটি ভরাট করতে বাঁধা দিয়েছি।
কিন্তু তারা আমার বাধা উপেক্ষা করে গভীর রাতে ট্রাকভর্তি বালু দিয়ে ভরাট কার্যক্রম
চালিয়ে যাচ্ছে। আমি বিষয়টি উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’