Logo
Logo
×

সারাদেশ

‘সবুজের নগরী’ এখন দেশের সর্বোচ্চ দূষিত শহর

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম

‘সবুজের নগরী’ এখন দেশের সর্বোচ্চ দূষিত শহর

নির্মল বায়ুর শহর রাজশাহী। গ্রীণসিটি বা সবুজ নগরী খ্যাত এ শহর আজ (রোববার) দেশের সবচেয়ে দূষিত।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, রোববার সকালে ৯টায় রাজশাহীর বায়ুমান ১৬২। একই সময়ে রাজধানী ঢাকার বায়ুমান ছিল ১৩৪।

বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শহর ও নগরের বায়ুমান ও দূষণমাত্রা পরিমাপ করে। বিশ্বের দূষণাক্রান্ত শহরের মানুষকে সতর্ক করে। আইকিউএয়ারের হিসাবে বিশ্বের ১২৪ টি শহরের মধ্যে রোববার রাজশাহীর বায়ুমান বেশ খারাপ ছিল।

দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ ও পরিদর্শনে গত এক দশক ধরে রাজশাহী নগরী বিশ্বের অন্যতম সবুজ নগরীর স্বীকৃতি পেয়ে এসেছে। তবে বিভিন্ন কারণে রাজশাহী এখন দেশের অন্যতম দূষিত নগরীতে পরিণত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে গ্রীণ ও পরিচ্ছিন্ন সিটি হিসেবে রাজশাহীর নাম প্রথমবার উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। ওই সময় ব্রিটিশ পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের যে কয়টি শহর মানবদেহের জন্য বাতাসে ভেসে থাকা ক্ষতিকর বস্তুকণা উল্লেখযোগ্য মাত্রায় কমাতে সক্ষম হয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশের রাজশাহী ছিল প্রথম।

২০১৪ থেকে ২০১৬ এর মধ্যে রাজশাহীতে এ ধরণের বস্তুকণার পরিমাণ ৬৭ শতাংশের বেশি হ্রাস করতে সক্ষম হয়। বিশ্বে এমন সফল নগরীর মধ্যে দ্বিতীয় ছিল ইরানের শহর আহভাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপাত্ত তুলে ধরে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, ইটভাটার ওপর কড়াকড়ি, নগরজুড়ে ব্যাপক সবুজায়ন, নিবিড় পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাটারিচালিত যানের প্রচলনের কারণে রাজশাহী নগরীর বায়ু নির্মল।

রাজশাহীর দূষণ সম্পর্কে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অফিসের সহকারি পরিচালক কবির হোসেন বলেন, ‘নগরীতে ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে ব্যাপক নির্মাণ কাজ চলছে। পদ্মা শুকিয়ে যাওয়ায় বালু গরম হয়ে নগরীর বায়ুতে ঢুকছে। নগরীর বিভিন্ন স্থানে খোলা জায়গায় বর্জ্য পোড়ানো ও কোলঘেষে চলা ইটভাটার ধোঁয়া রাজশাহীর বায়ুকে দূষণ করছে।’

তিনি আরও বলেন, ‘নগরীতে এখন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলানো হয়। সিটি করপোরেশন এসব ময়লা ও বর্জ্য দ্রুত সময়ে অপসারণ করতে পারে না। যার জন্য রাজশাহী দূষিত শহরে পরিণত হচ্ছে।’

এদিকে গ্রীস্মকাল শুরুর আগেই রাজশাহীর তাপমাত্রায় উর্ধ্বগামী। শনিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, রাজশাহীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম