Logo
Logo
×

সারাদেশ

মসজিদের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

মসজিদের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। শনিবার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে হওয়া এ ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন।  আহত হয়েছে আট থেকে ১০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছিল। এ নিয়ে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল বাধে। এর জেরে শনিবার ইফতারের আগে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর হন। এর মধ্যে আজাহার আলী (৫০) নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমাস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম