Logo
Logo
×

সারাদেশ

১৮ দিনও টিকল না মারজাহানের সংসার

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:১৯ এএম

১৮ দিনও টিকল না মারজাহানের সংসার

ফাইল ছবি

ফেনীর গোবিন্দপুরে বিয়ের ১৮ দিন পর স্বামীর নির্যাতনে এক গৃহবধূ মারা গেছেন। ওই নববধূর নাম মারজাহান আক্তার ঝুমুর (১৮)। 

তার স্বামীর নাম সাইদুর রহমান। সে ফেনী সদরের দক্ষিণ গোবিন্দপুর কামু ভূঁইয়া বাড়ির শাহাবুদ্দিনের ছেলে। মৃতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নিহতের মা ফরিদা আক্তার।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সোনাগাজীর আলমপুরের আবদুল আলিমের মেয়ে মারজানের সঙ্গে সাইদুরের বিয়ে হয়। বিয়ের পরদিন থেকে স্বামীর সঙ্গে নানা কারণে বিরোধ হয় গৃহবধূ মারজানের।

এরই জেরে গত ৪ মার্চ অমানবিক নির্যাতন করে স্বামী ও তার পরিবারের লোকজন। মুমূর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চমেকের কর্তব্যরত চিকিৎসক জানান, মারজানের শরীরের বিভিন্ন স্থানে গরম রডের দাগ দেখা গেছে। ১২ দিন চমেকের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

নিহত মারজানের মা ফরিদা আক্তার বলেন, নৃশংসভাবে গরম রডের ছেকা দিয়ে তার মেয়েটাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম