
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৯ এএম
বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
মিয়ানমারের আরাকান আর্মির হাতে বন্দি ২৬ জেলেকে ফেরত দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় নাফ নদী হয়ে টেকনাফের ট্রানজিট জেটি ঘাট দিয়ে তারা ফিরে আসেন। আইনি কার্যক্রম শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৬ জন জেলে দেশে ফিরে এসেছে। এর আগে বিভিন্ন সময় টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকা যোগে মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এরপরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।
আটক জেলেদের ফিরেয়ে আনায় সংশ্লিষ্ট প্রশাসনকে কৃতজ্ঞতার পাশাপাশি আতঙ্কিত জেলেদের বাড়িতে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে জেলেদের পরিবার।