Logo
Logo
×

সারাদেশ

সংবাদ প্রকাশের পর পাওনা টাকা ফেরত দিলেন ওসি

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:০২ পিএম

সংবাদ প্রকাশের পর পাওনা টাকা ফেরত দিলেন ওসি

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সদ্য বিদায়ী ওসি ফরিদ আহমেদের প্রতি পাওনাদারদের ক্ষোভ প্রকাশ করার ঘটনা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পর শুক্রবার রাতে পাওনাদারের টাকা ফেরত দিয়েছেন ওসি। 

জানা গেছে, বৃহস্পতিবার ওসি ফরিদের অন্যত্র বদলির আদেশ হয়। শুক্রবার ভোরে ময়মনসিংহ পুলিশ অফিসে তিনি যোগদান করেন। নান্দাইল থেকে চলে যাওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে নান্দাইল থানায় এসে পাওনাদাররা ভিড় করেন এবং টাকা না দিয়ে চলে যাওয়ায় ওসি ফরিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

পরে বিষয়টি নিয়ে যুগান্তর পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হলে শুক্রবার রাতেই নান্দাইল এসে পাওনাদারদের টাকা বুঝিয়ে দেন ওসি। পাওনাদাররাও তাদের বকেয়া টাকা পেয়ে খুশি হয়েছেন। 

নান্দাইল বাজার প্রাইম কালেকশনের মালিক মোফাজ্জল হোসেন খান রেণু বলেন, ওসির কাছে বিভিন্ন বিষয়ের সর্বমোট বকেয়া এক লাখ ৪ হাজার ২৫০ টাকা পেতাম। তা শুক্রবার রাতেই তিনি (ওসি) পরিশোধ করেছেন। 

এ বিষয়ে ওসি ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম