Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুহিন হাসান লিমন ও তার স্বজনদের বিরুদ্ধে উত্তর বয়ড়া গ্রামে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার পেতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার উত্তর বয়ড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক অভিযোগ করেন, তার বাড়ির সামনে চরপাড়া-হুয়াকুয়া সড়কের পূর্ব পাশে প্রায় পাঁচ শতক জমিতে মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করেন। একই গ্রামের তোতা তরফদারের ছেলে জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন হাসান লিমন ও মৃত আবদুল খালেকের ছেলে শ্যামল মিয়া এতে বাধা দেন। এছাড়া তিনি ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। জীবনের নিরাপত্তা চেয়ে মোজাম্মেল শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তুহিন হাসান লিমন তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে বলেন, তার পুরো পরিবার বিএনপির রাজনীতি করেন। সাবেক সরকারের সময় পরিস্থিতির কারণে তিনি ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। কিন্তু তাকে সভাপতি করে ঘোষিত কমিটি এখন নেই।

তিনি আরও বলেন, জমিটি তাদের বাপ-দাদার। আদালতে স্থিতিবস্থা থাকা ধান লাগানো জমিতে মসজিদ নির্মাণের চেষ্টা করা হচ্ছে। গ্রামবাসী দুপক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বললে তার দাদির ভাই মোজাম্মেল হক উপস্থিত হননি। অথচ অন্যায়ভাবে পরিবারের ছোটদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, অভিযোগের কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে মসজিদ নির্মাণে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম