Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার পুকুর খননে মিলল ৬০ রাউন্ড বুলেট

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

আ.লীগ নেতার পুকুর খননে মিলল ৬০ রাউন্ড বুলেট

ময়মনসিংহের ধোবাউড়ায় গোয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সদরুল আমিন তালুকদার কালামের বাড়ির পুকুর খনন করতে গিয়ে ৬০ রাউন্ড বুলেট পাওয়া গেছে। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুলেটগুলো উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, পুকুর খননকারীরা খননের সময় বুলেটগুলো দেখতে পায়। পরে এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ভিড় করে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন বলেন, পুলিশ এসে বুলেট উদ্ধার করে থানায় নিয়ে গেছে। 

এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, এগুলো থ্রি নট থ্রি রাইফেলের পুরাতন বুলেট; যা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম