Logo
Logo
×

সারাদেশ

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে শনিবার এ বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার থেকে যথারীতি এ রুটে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি জানিয়ে ভারতের ব্যবসায়ীদের সংগঠন হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম।

তিনি বলেন, ‘আজ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ব্যবসায়ী সংগঠন চিঠির মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম