Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

Icon

গাছা (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম

গাজীপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝুট ব্যবসার বিরোধে দলীয় প্রধানদের ছবি ভাংচুর করেছেন বিএনপি নেতা। গাজীপুর মহানগরের গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুলের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল স্থানীয় একটি গার্মেন্টস কারখানার ঝুট এককভাবে নিতে চাইলে অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। অবশেষে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) কামাল হোসেন ওয়ার্ড বিএনপির সভাপতিকে অর্ধেক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের অর্ধেক করে ঝুট নেওয়ার সিদ্ধান্ত দেন। তার এ সিদ্ধান্ত অমান্য করে ওয়ার্ড বিএনপির সভাপতি মঙ্গলবার এককভাবে ঝুট নামাতে গেলে অঙ্গ সংগঠনের নেতারা এতে বাধা দেন। 

এ ঘটনার জেরে  বুধবার ওয়ার্ড বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদককে মারধর করেন কামরুজ্জামান কামরুল। এতে তিনি আহত হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সুযোগে দলীয় কার্যালয় ভেতর থেকে বন্ধ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের ছবি ভাংচুর করেন ওয়ার্ড বিএনপির সভাপতি। পরে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে এনে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে দলীয় প্রধানদের ছবি ভাংচুরের অভিযোগ আনেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম