Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. আজিজুর রহমান আজাদ।

মতবিনিময়ে অংশ নেন- গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটু, সেক্রেটারি শাহ সামসুল হক রিপন, সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাংবাদিক বেলাল হোসেন, মো. আজিজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে শিবির নেতারা সত্য সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরে সাংবাদিকদের গুজব রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম