সারা রাত ফুর্তি শেষে এসে দেখেন মোটরসাইকেল নেই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন রেলস্টেশন এলাকায় বহিরাগতদের মোটরসাইকেল রাখার সুবিধার্থে গড়ে উঠেছে একটি পার্কিং ইয়ার্ড। বৃহস্পতিবার সেখান থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার বিকালে রেখে যাওয়া মোটরসাইকেল বৃহস্পতিবার সকালে এসে না পেয়ে মালিক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।
চুরি যাওয়া মোটরসাইকেল মালিকের নাম জুয়েল শেখ (৩৫)। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে দৌলতদিয়া যৌনপল্লীসহ এই এলাকায় প্রতিদিন বিভিন্ন কাজে শত শত মানুষ আসা-যাওয়া করেন। তাদের সুবিধার্থে স্থানীয় ময়না বেগম নামের এক নারীর বিশালাকার টিনশেড ছাপরা ঘরটি পার্কিং ইয়ার্ড হিসেবে গড়ে তোলা হয়েছে।
স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ময়না বেগমকে ম্যানেজ করে এ পার্কিং ব্যবসা পরিচালনা করছেন। প্রতি রাতের জন্য প্রতিটি মোটরসাইকেল রাখা হয় ১০০ টাকা করে। এভাবে প্রতিদিন বেশ কয়েক হাজার টাকা আদায় হয়।
মোটরসাইকেলের মালিক জুয়েল শেখ জানান, বুধবার বিকাল ৪টার দিকে তিনি তার নিজের ব্যবহারকৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন পার্কিং ইয়ার্ডে টোকেন নিয়ে রেখে যান। দিবাগত রাত শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মোটরসাইকেল আনার জন্য পার্কিংয়ের দায়িত্বপ্রাপ্তদের কাছে টোকেন দিলে দায়িত্বপ্রাপ্তরা টোকেন অনুযায়ী তার গাড়ি খুঁজে পায়নি।
এ ব্যাপারে পার্কিংয়ের দায়িত্বে থাকা মোসলেম শেখ জানান, ভোর রাত ৪টার সময় টোকেন অনুযায়ী আমি গাড়ি মিলিয়ে দেখি সব গাড়ি ঠিক আছে। পরবর্তীতে সকাল সাড়ে ৬টার সময় এসে দেখি ভিকটিমের গাড়ি নেই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।