
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০২:০০ পিএম
টাঙ্গাইলে সেনানিবাস ও কলেজের নাম পরিবর্তন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম
-67d2bd8303c41.jpg)
আরও পড়ুন
টাঙ্গাইলের ভূঞাপুরে ২টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সেনানিবাসের এবং বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
১০ মার্চ ২০২৫ নম্বর পত্রে ১৬ টি প্রতিষ্ঠান ও স্থানের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করার বলা হয়।
এই তালিকার প্রথমেই ভূঞাপুরের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং ১১ নম্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নামকরণ করা হয়েছে।