Logo
Logo
×

সারাদেশ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:১৬ পিএম

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

উন্নত জীবনের আশায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্ৰামের আব্দুল মাজেদ খাঁন (২৯)। তবে নিজের আশা পূরণ করতে পারেনি এ প্রবাসী। সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় প্রাণ হারিয়েছেন তিনি।

গত সোমবার সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাজেদ মারা যায় বলে জানিয়েছে তার পরিবার। মাজেদ মহেন্দ্রপুর গ্ৰামের মোয়াজ্জেম খাঁনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় যান মাজেদ। মালয়েশিয়ায় পেনাং শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গত ১০ মার্চ সকালে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি প্রাণ হারান।

মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বারান্দায় শুয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়ির উঠানে আহাজারি করছে স্বজনরা।

নিহত মাজেদের বাবা মোয়াজ্জেম খাঁন বলেন, ‘‌আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমার ছেলের লাশ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের লাশ দেশে আনার ব্যবস্থা করে দেয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম