Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণের প্রতিবাদে টঙ্গীতে মশাল মিছিল

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ এএম

শিশু ধর্ষণের প্রতিবাদে টঙ্গীতে মশাল মিছিল

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সি শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল হয়েছে। মঙ্গলবার রাত ৮টার ছাত্র-জনতার উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। শিলমুন থেকে শুরু হয়ে টিএনটি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় ক্ষুব্ধ ছাত্র-জনতা ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি টঙ্গীর শিলমুন এলাকায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। গত সোমবার এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলা হয়। এতে আসামি করা হয় মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের বাসিন্দা রুহুল আমিন (৩৫)। তবে চাকরির জন্য রুহুল আমিন শিলমুন পশ্চিম পাড়া এলাকার মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় স্বপরিবারে বসবাস করতেন ভুক্তভোগীর পরিবার। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী রুহুল আমিন কৌশলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে কালক্ষেপণ করে আসামি রুহুল আমিন। পরে ঘটনার ১০ দিন পর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম